হরকলি ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বাশার আর নেই
পাগলাপীর(রংপুর)প্রতিনিধি:- রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের দক্ষিন খলেয়া বটতলা চওড়াপাড়া গ্রাম নির্বাসী পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোঃ আবুল বাশার আর নেই।
তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…………..রাজিউন, তার বয়স হয়েছিল ৮০ বৎসর।
তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, পুত্রবধু, জামাতা, আত্বীয়-স্বজন সহ অসংখ্যক শুভাকাঙ্কি রেখে গেছেন। দক্ষিণ খলেয়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুম মাওলানা আবুল বাশার এর জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করেন।
অপরদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ সকল নেতৃবৃন্দ।