হরিদেবপুরে প্রতিমা বিসর্জন
পাগলাপীর(রংপুর) প্রতিনিধি:- ধর্মীয় ভাব গম্বিয্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হলো রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর কেন্দ্রীয় গোকুলপুর আলোয়াকুঁড়ি সার্বজনীন দূর্গা মন্দির সহ ইউনিয়নের বিভিন্ন মন্দির, মন্ডবে প্রতিমা।
গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বারদীয় দূর্গোৎসবের মহা বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন করা হয় পাগলাপীর কালীবাড়ি পুকুরে । সনাতন হিন্দ্র সম্প্রদায়ের নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের আবাল বৃদ্ধ বনিতারা ঢাক ঢোলের বাজনার তালে তালে শংক উলুধনী দিয়ে দুর্গা মাইকে জয় নানা স্লোগানে মুখোরিত করে রং ছিটিয়ে মা দূর্গা দেবী সহ সকল দেব দেবীদের প্রতিমা বিসর্জন দেন।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলাপীর কেন্দ্রীয় গোকুলপুর আলোয়াকুঁড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী খোকন চন্দ্র মাষ্টার, সম্পাদক দিজেন্দ্র চন্দ্র রায়, কোষাধ্যক্ষ অর্জুন মহন্ত, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী পার্থ স্বারথী রায়, ভক্ত সহ স্থানীয় বিশিষ্ট জনরা। একই দিনে ইউনিয়নের বিভিন্ন মন্দির, মন্ডবের প্রতিমা বিসর্জন করা হয়।