
তারার আলো খবর :
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে তারাগঞ্জ থানার হাড়িয়ারকুঠি বিট পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাড়িয়ারকুঠি ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোরগ্যাং, জঙ্গীবাদ, গুজব প্রতিরোধে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।
আরো উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ পাটোয়ারী, কাশিয়াবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মামুনুর অর রশিদ, বিট অফিসার এসআই তোহাকুল ইসলাম, এএসআই তোজাম্মেল হোসেন সহ আরো অনেকে।