হারাগাছে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত, চালক সহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, রংপুর:- রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে মোটরসাইকেল চাপায় কান্ত বালা (৬৫) নাম এক বৃদ্ধা নিহতের ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছের সারঙ্গপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন মোটরসাইকেল চালক মাহফুজ হাসান মিলন (২১) ও আরোহী এস এম জাহিদুল ইসলাম রাহি (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বৃদ্ধা কান্ত বালা বাড়ির সামনে ফাঁকা জায়গায় বসে ছিলেন। এ সময় দুই যুবক মোটরসাইকেল যোগে রংপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কান্ত বালার ওপর তুলে দেন। এতে কান্ত বালা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে বিজয় চন্দ্র বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মায়ের ওপর তুলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়। পরে নিহতের ছেলে বাদী হয়ে রাতেই তাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।