
দিপক রায়:- রংপুরের তারাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর)দুপুরে ক্ষতিগ্রস্থ ওই পরিবারের প্রধানদের হাতে এ ঢেউটিন তুলে দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হাসান রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ঘরের ভিতরের বিদ্যুতের সুইচ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম এলাকার কওলাপাড়া গ্রামের ৫টি পরিবারের প্রায় ৯টি ঘর পুরে ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত হয় আরও তিনটি পরিবার।