রংপুরস্থানীয়

হাড়িয়ারকুঠিতে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নে আকস্মিক ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ওই ইউনিয়নের শাওনাপাড়া গ্রামের ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে এ ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১ (এক) বান্ডিল করে ঢেউটিন ও ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ১ (এক)হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাড়িয়াকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর- রশিদ বাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button