
গত মঙ্গলবার রংপুর জেলা পরিষদের উদ্যোগে রংপুর জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের আওয়াতাধীন ৪নং হাড়িয়ারকিুঠি ইউনিয়নের জনগণের জন্য করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের কক্ষে রংপুর জেলা পরিষদের সদস্য ও তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান এ সুরক্ষা সামগ্রী প্রদান করেন । তা গ্রহন করেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল ।
এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোরাদুল ইসলাম,আমিনুর ইসলাম ও
রিপন কুমার সেন ।