নীলফামারী

১ ফেব্রুয়ারী সিঙ্গেরগাড়ী ছমিরনগরে ৯০তম পবিত্র ওরশ মোবারক

পাগলাপীর প্রতিনিধি:
আস্তানায়ে জহুরিয়া, ছমিরিয়া ও মান্নানিয়া পাক দরবার শরীফ ছমিরনগর, সিঙ্গেরগাড়ী, কিশোরগঞ্জ, নীলফামারী এর এক বিশাল বাৎসরিক ইছালে ছওয়াবের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার দরবার শরীফে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৯০তম পবিত্র ওরশ মোবারক এবং দিবাগত বাদ ফজর আখিরী মোনাজাত।

গদ্দিনীশীন পীরজাদা শাহ মোঃ আশরাফুল আলম হুজুর কেবলার আহবান ও সার্বিক তত্ত্বাবধায়নে এবং পীরজাদা শাহ মোঃ আল আমিন ইসলাম এর সভাপতিত্বে ও সাজ্জাদানেশীন পীরজাদা শাহ মোঃ ইয়াছিন ইসলাম এর সঞ্চালনা ও পরিচালনায় পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠানে ওয়াজ ও তাফসির পেশ করেন পীর কেবলাজনের খলিফাগণ সহ দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরামগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button