২০ বছরের যুবকের সাথে ৪৫ বছরের কনের বিয়ে
তারার আলো অনলাইন ডেস্ক: এক ২০ বছরের উঠতি যুবকের সঙ্গে দুই সন্তানের জননী ৪৫ বছর বয়সী দুই বছর আগে বিধবার খাতায় নাম লেখা এক মহিলার বিয়ে হয়েছে বলে জানা গেছে। গত রবিবার রাতে সৈয়দপুর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা যান। এর পর তিনি এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্বামীরবাড়িতে থাকেন। সম্প্রতি মেয়েরও বিয়ে দিয়েছেন। তাঁর ছেলের বয়স ১৬ বছর।
এরই মধ্যে প্রায় চার মাস ধরে ছেলের বয়সী এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই বিধবা মহিলা। ঘটনার দিন রাতে তাঁর ঘরে ঢোকেন ওই যুবক। বিষয়টি টের পেয়ে ওই নারীর ভাশুর ঘরে তালা লাগিয়ে দিয়ে প্রতিবেশীদের খবর দেন।
তাঁরা এসে ঘরের তালা খুলে বের করে উভয়কে মারধর করেন। পরে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলের উপস্থিতিতে কাজী ডেকে তাঁদের বিয়ে দেওয়া হয়।
ওই কাউন্সিলর বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী যুবক ও বিধবাকে আটক করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সিদ্ধান্তে তাঁদের বিয়ে দেওয়া হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, এ রকম ঘটনা শুনেছি । তবে এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।