২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,কার্ভাড ভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার, রংপুরঃ
রংপুরের কাউনিয়ায় গাঁজাসহ আশরাফুল ইসলাম(২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার(৩১আগস্ট ) সকালে উপজেলার হলদিবাড়ি রেল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশরাফুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁচিচর সরদার পাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।
তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হলদিবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ একটি কার্ভাড ভ্যান ও আশরাফুলকে আটক করেন।
পরে কার্ভাড ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে কার্ভাড ভ্যানে বিশেষ কায়দায় মাদক লুকিয়ে রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
রংপুরের কাউনিয়া থানার ওসি মাসুদুর রহমান বলেন,
আটক আশরাফুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।