রংপুর

২৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার, রংপুর:-
রংপুরের কাউনিয়ায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে আলুর বস্তার ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক
করেছে পুলিশ।  

রোববার (১০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে উপজেলার হলদিবাড়ি এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বরিশালের দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও পটুয়াখালীর আব্দুল মতিনের ছেলে সোহেল মিয়া (২৬)।

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের হলদিবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কুড়িগ্রাম থেকে আসা আলুবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৪-৩৩১০) থামিয়ে তল্লাশিকালে আলুর বস্তার ভিতর থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় পিকআপের চালক ও হেলপারকে।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, পিকআপ ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।   এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button