২৫ বছর এমপি,১০ বছর মুখ্যমন্ত্রী,তারপরও গাড়ি-বাড়ি নেই মমতা ব্যানার্জির

তারার আলো অনলাইন ডেস্ক:-গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার আগে ২৫ বছর ছিলেন লোকসভার এমপি। তবে এখনো বাড়ি, গাড়ি করে উঠতে পারেননি মমতা ব্যানার্জি। নেই চাষযোগ্য কোনো জমি, পৈতৃক বাড়িও। নেই কোনো ঋণ।
যা আছে,তারমধ্যে রয়েছে কিছু নগদ টাকা। সব মিলিয়ে তার স্থাবর সম্পত্তি ১৫ লাখ ৩৮ হাজার ২৯ রুপি। গত শুক্রবার কলকাতার ভবানীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা। সেখানে তিনি হলফনামা দিয়ে তার সম্পত্তির এই বিবরণ দিয়েছেন।
হলফনামায় মমতা জানিয়েছেন, গত এক বছরে তার ৫ লাখ টাকা আয় বেড়েছে। ব্যাংকে ১৩ লাখ ১১ হাজার ৫১২ রুপি রয়েছে। তার সম্পত্তির মধ্যে রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম ওজনের অলংকার। ২০২০-২০২১ অর্থবছরে তার আয় বেড়েছে হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ রুপি। ২০১৯-২০২০ অর্থবছরে এই আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ রুপি। আর সর্বশেষ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দেওয়া হিসাবে উল্লেখ করা হয়েছিল, তার আয় ৯ লাখ ১৮ হাজার ৩০০ রুপি। প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনের উপনির্বাচনে লড়বেন মমতা ব্যানার্জি।
সূত্র: ইত্তেফাক/তা-আ