২৬৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম রহমান (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ফুলবাড়ী উপজেলার মধ্যকুটি চন্দ্রখানা গ্রামের সেকেন্দার বাদশার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলক চন্দ্র বর্মনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী শামীম রহমানকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে শামীম মাদক ব্যবসা করে আসছিলো। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।