স্থানীয়

৩৩৩ কল করে খাদ্য সহায়তা পেলেন রিকশা চালক মমিনুল

উ‌লিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধিঃ
৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেলেন কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের বলদি পাড়া
গ্রামের হতদরিদ্র রিকশা চালক মমিনুল ইসলাম। লকডাউনের প্রথমদিনে পৌর মেয়র
মামুন সরকার মিঠু তা‌কে ডে‌কে এ‌নে খাদ‌্য সহায়তা প্রদান ক‌রেন। মমিনুল
ইসলাম ওই গ্রা‌মের ছকিমুদ্দিনের পুত্র। করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন‌্যায় এ
উপজেলাতেও ৭ দিনের কঠোর লকডাউন চল‌ছে। এ‌তে ক‌রে চরম বিপা‌কে প‌ড়ে‌ছেন
নিম্ন আ‌য়ের মানুষজন‌। এ অবস্থায় স্ত্রী সন্তান নিয়ে খাদ্য সংকটে পড়েন রিকশা
চালক মমিনুল। উপায়ন্তর না পে‌য়ে ৩৩৩ নম্ব‌রে কল ক‌রেন তিনি।
বৃহস্প‌তিবার বি‌কে‌লে ম‌মিনু‌লের বা‌ড়ি‌তে গি‌য়ে তার সা‌থে কথা ব‌লে জানা গে‌ছে,
গত তিন দিন থে‌কে আ‌য়ের একমাত্র মাধ‌্যম রিকশাটি নষ্ট হ‌য়ে প‌ড়ে আ‌ছে। টাকার
অভা‌বে রিকশা ঠিক কর‌তে পা‌রে‌নি। এরম‌ধ্যে সরকার ৭দিনের লকডাউন ঘোষণা
ক‌রে‌ছেন। ছোট ছোট দু’‌টি কো‌লের সন্তান‌কে নিয়ে খাদ্য সংকটে দিন কাট‌ছে
তার। নিরুপায় হ‌য়ে ৩৩৩ কল করেন তি‌নি। প‌রে উ‌লিপুর পৌর মেয়র তা‌কে জাতীয়
প‌রিচয় পত্র নি‌য়ে ডাকেন। এসময় ১০ কে‌জি চাল, হাফ কে‌জি ডাল, লবণ, সয়া‌বিন
তেল ও এক‌টি মি‌ষ্টি কুমড়া সহায়তা করা হয়।
এ বিষ‌য়ে পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু ব‌লেন, শুধু মমিনুল নয়, লকডাউন
চলাকা‌লে কেউ য‌দি খাদ‌্য সংক‌টে প‌ড়েন উ‌লিপুর পৌরসভা তা‌দের সর্বাত্নক
সহ‌যো‌গিতা কর‌বে। কেউ আমার ব‌্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ কর‌লেও
তা‌দেরকে সহ‌যো‌গিতা করা হ‌বে।
উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নূর-এ-জান্নাত রু‌মি বিষয়টি নি‌শ্চিত ক‌রে বলেন,
লকডাউন সফল করার জন‌্য উ‌লিপুর প্রশাসন মা‌ঠে কাজ ক‌রে যা‌চ্ছে। লকডাউন
চলাকা‌লে কেউ যদি খাদ‌্য সংক‌টে প‌ড়ে,আমরা তা‌দের খাদ‌্য সহায়তা পৌঁ‌ছে দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button