৩ হাজার শিক্ষক সংকটে রংপুরের প্রাথমিক শিক্ষা

তারার আলো অনলাইন ডেস্ক: রংপুর বিভাগের ৯ হাজার ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ হাজার প্রধান শিক্ষক ও শিক্ষক সংকট রয়েছে। এই সংকট নিয়ে চলছে ১৯ লাখ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম।
এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে শিক্ষা বিভাগ দাবি করছেন করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর বিদ্যালয় খুললেও উপস্থিতির হার সন্তোষজনক। বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় সাড়ে ৯ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর পাঠদানের জন্য প্রায় ৫৪ হাজার শিক্ষক প্রয়োজন।
সেখানে বর্তমানে শিক্ষক রয়েছে প্রায় ৫১ হাজার। ৩ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। অবসরজনিত, বদলিজনিতসহ বিভিন্ন কারণে এসব পদ শূন্য হলে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ফলে শিক্ষাকার্যক্রম মুখ থুবরে পড়ার আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল।