৬ নমুনা পরীক্ষায় তারাগঞ্জে আজ করোনায় আক্রান্ত ২

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ শুক্রবার (৯ জুলাই) ৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ শুক্রবার তারাগঞ্জ উপজেলায় ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। এতে ২ জন করোনা আক্রান্ত বলে নিশ্চিত হয়। ওই ২ জনের মধ্যে একজন উপজেলার কুর্শা ইউনিয়নের ও অপরজন সয়ার ইউনিয়নের বলে জানা গেছে। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে তাদের নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ ২ জন আক্রান্তসহ তারাগঞ্জ উপজেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩৩ জনে। সর্বমোট ৮৯২ জনের নমুনা সংগ্রহ করে এ সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য দপ্তর। সর্বমোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছে ৮৮ জন এবং বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৪৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ উপজেলায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।